রাস্তার মাথায় সুখ বিক্রি হয়
কমলার খোসার ভিতরে যেমন রসালো কোয়া থাকে
তেমনি মানুষের চামড়া দিয়ে মুড়ায়া রাখে সুখের দেহ।

নারিকেলের ছোবড়ার আগুন দিয়ে
প্রতিদিন তিনবেলা জ্বাল দেয়া হয়
যাতে সুখ গান্ধা না হয়ে যায়, পঁচে না যায়৷

সেই নারিকেলের ছোবড়া আসে
কোন এক অজানা দ্বীপ থেকে
সেখানে সুখেরা মানুষ কিনে নেয় ছোবড়ার দামে।