আজকের রাতে
কোন এক কুয়াশার রাতের মত
পথিক চলেছে হেঁটে,
এলোচুলে, ছেঁড়া জামায়
পাগলের বেশে ।
সুখের অনভুূতি , কল্পনার মাধুরী,
উষ্ণতার শিহরণ, কিছুই নেই
মরা মাছের মতন
অপলক চোখে কোন স্বপ্ন নেই।
প্রেয়সীর কান্না অথবা উচ্ছল হাসি ,
নরোম বুকের উত্তাল আহবান
কখনো তার ঘুম ভাংগা রাতের ভিতর
সংগমে তৃপ্ত প্রাণ,
এসবের কিছুই নেই তার,
আসলে কি থাকার কথা ছিল?
নাকি সব মানুষেরর মাঝে
ও পথিক হবে ,
ভবঘুরে ভার একাই চিরকাল বয়ে যাবে
রাজপথে , মেঠোপথে
স্ট্রীট ল্যাম্প অথবা এক ফালি চাঁদের নিচে
রাজ্যের সুখ নিয়ে হঠাৎ ঘুমিয়ে যাবে
অনন্ত আকাশ তার প্রাসাদের ছাদ।