আপনারে দেখিনি আমি
দেখিনি আপনার চেহারা, আপনার অবয়ব।
অথচ প্রতি মুহূর্তে
প্রতি নি:শ্বাসে আপনারে আমি করছি অনুভব।
আমি নাহয় আপনারে ছুইতে না পারলাম
মুখোমুখি দাঁড়াবার সুযোগ নাই বা পাইলাম
অন্তত আপনার চলার পথটা যদি জানতে পারতাম
সেই পথের ধুলি-মাটি আমার গায়ে মাখিতাম
সেই পথ ধরে যুগের পর যুগ হাঁটিতাম
তাতে হয়ত আপনারে ছোঁয়ার সাধ
কিছুটা মিটাইতে পারতাম।