সঙ্গহীন ভাবে চলে যাচ্ছে সময়,
ক্লান্তহীন পথ চলতে চলতে,
গৌধূলী বেলায় একটু থমকে বসা।
বিষন্নতা যেন পিছু নেয় বার বার,
বলতে চায় অনেক কিছু চিৎকার করে।
সময়ের পালা বদলে ক্রমান্বয়ে বদলে যাওয়া জীবন।
একটু আশার আলোয় জেগে উঠে বারবার,
আবার এক নিমিষে মুখ থুবড়ে পড়তে হয় শূন্যতার ভীরে।
তবুও হয় না সুখ টাকে খুঁজে পাওয়া।
আলো আঁধারের মাঝে যেমন একটা ব্যবধান থাকে,
তেমনি থাকে সুখের বিপরীতে বিষন্নতার।
স্বপ্নগুলো কখনো কখনো অযৌক্তিক মনে হয়,
কেন ই বা হয় এই পথে পথ চলা?
তবুও স্বপ্ন দেখে মন, স্বপ্ন এঁকে যায়।
ক্লান্ততাকে পিছনে ফেলেই হাঁটতে হবে বহু ক্রোশ।