আমি অস্তাচলের হাঁটছি সে পথ ধরে,
রাঙা শাড়ি, আলতা পায়ে
থাকবে শুনেছি সেই কবে।
আমি যাবো সে পথে তোমার পিছু,
যেথায় তোমার আঙিনা,
ভালবাসায় মেখে রয়েছে কিছু।
আমি শ্রাবণ বুকে নামাই,
ভিজবে সেথায় তুমি।
আমার আকাশ নিলয় জুড়ে,
তুমি নাটাই ছাড়া ঘুড়ি।
আমার রঙিন চিঠির খামে,
থাকে তোমায় নিয়ে গান।
আমার হৃদয় শীতল ধরায়,
যেন দেহ বিহীন প্রাণ।
কাব্য তোমায় নিয়ে লিখি,
হয়তো শুনতে পারবে না তুমি।
আমার স্বপ্ন মাঝেই তোমায়,
আমি তোমাতেই আঁকড়ে ধরি।
সকাল গড়িয়ে রাত,
জড়িয়ে তোমার মায়া।
আমি কাটাবো হাজার বছর,
যদি তুমি রাখো হাতে হাত।
নীরব তোমার চোখে,
দেখি আমার প্রতিচ্ছবি।
আমি শিল্পী শুধুই তোমার,
যাতে তোমাতেই হারিয়ে খুঁজি।