তোমার কাছে তো বেশী কিছু চাইনি!
চেয়েছিলাম,
আমায় একটু আদর ভরা শাসন করো,
একটু যত্ন নিও আমার,
চেয়েছিলাম আমার একলা দেখা বর্ণহীন স্বপ্ন গুলোতে,
একটু রঙ মাখিয়ে দিও।
অগোছালো এই আমাকে একটু গুছিয়ে দিও।
যখন খুব একা মনে হবে,
বলবে তুমি,
এইতো তোমায় ছুঁয়ে আছি।
ভালবেসে যদি না ই পারবে,
না হয় একটু মিছেমিছি ই ভালবাসতে।
আমি না হয় সে মিথ্যের মাঝেই,
একটু ভালবাসার স্পর্শ অনুভব করতাম।
কষ্ট তো এমনিতেও পেলাম!
তখন না হয় ভালবাসা
আর কষ্ট দু'টাই পেতাম।
খুব কি বেশী অন্যায় আবদার করেছিলাম,
যে ভালবেসে,
আপনি থেকে আর তুমি তে আসতে পারলে না।
আজও যে তোমার,
তুমি বলে ডাকার অপেক্ষা করছি।
যেদিন তুমি বলে কাছে টানবে আমায়,
কথা দিচ্ছি,
হৃদয়টা উজাড় করেই ভালবাসবো তোমায়।
আগলে রাখবো বুকের এই পাঁজর দিয়ে।
তোমায় নিয়ে যে কাটাতে চাই,
অনেকটা বসন্ত।