আমি স্বচ্ছ আয়না হবো!
যেখানে যাবো যেথায় রবো,
সবার সাথেই মিলিয়ে রবো।
সাদার সাথে সাদা হবো,
কালো মনের মানুষও হবো।
কখনো কখনো রঙিন আলোতে,
রঙ মিশিয়ে রঙিন হবো।
অন্ধকারে হারিয়ে যাবো,
আলোর মাঝে ঘুরে বেড়াবো।
কারও কারও স্বপ্ন হবো,
স্বপ্ন হয়ে জেগে রবো।
অধিক অধিক চাওয়া হবো,
কখনো কারও পাওয়া হবো।
যে যেদিকে ডাকবে আমায়,
তার পিছনেই ছুঁটে যাবো।
তার সাথেই এগিয়ে যাবো,
তার পিছনেই হেঁটে বেড়াবো।
কখনো কখনো রোদের আলোতে,
ইচ্ছে হলে জিরিয়ে নিবো।
কখনো কখনো খুনি হবো,
আবার কখনও খুনও হবো।
দেয়াল হয়ে সবার সুখে,
কখনো কখনো বিবেক হবো।
কখনো আবার ঘুষখোর হবো,
কাউকে আবার ঘুষটাও দিবো।
সময় পেলে ইচ্ছে হবো,
আবার আমি ভোরও হবো।
আমি খানিকটা ছন্দ হবো,
কবির হৃদয়ের কাব্য হবো।
শিল্পীর আঁকা ছবি হবো,
গীটারে তোলা সুরটাও হবো।
একটা সময় হৃদয় ভাঙা,
কান্না হয়ে ঘুমিয়ে রবো।
কখনো কখনো মৃত্যু হবো,
জীবন হয়েও ফিরে আসবো।
খারাপ ভালোর এই জগতে,
আমি স্বচ্ছ আয়না হবো।