মেঘ কোথায় তুমি?
তুমি না আসবে বলেছিলে।
জানো আজও তোমার অপেক্ষায় বসে আছি।
তুমি আসবে হাওয়ায় চড়ে,
চারিদিকে কেবল দেখবো তোমার ছুটোছুটি।
কই তুমি, এই যে আমি বসে আছি তো
তুমি কি দেখছ না?
কত সুন্দর করে রংধনুর সাত রঙেতে সেজেছি আমি।
মেঘের শাড়ি দিয়ে কত নিপুণ ভাবে জড়িয়ে নিয়েছি নিজেকে।
দেখতো আমাকে মায়াবিনীর মতো লাগছে কি না।
আচ্ছা তুমি না প্রায়ই বলতে,
আমায় নিয়ে ভাসবে মেঘের ভেলায়।
কই আজও তো আমায় নিয়ে গেলে না।
নাকি একা একাই সব মজা করছো?
তুমি একটুও ভাল না।
ভুলে গেছো আমায় তাই না?
তাইতো আর আসো না তোমার পরীর কাছে।
দেখবে একদিন আমিও চলে যাবো,
সারাজীবন ডাকলেও আর আসবোনা।
তুমি আমায় মিছেই বলেছিলে,
আমাকে নাকি ঐ নীল আকাশের সাথে তুলনা করা যায়।
যেখানে মিশে থাকে হাজারো মনের স্বপ্ন।
তুমি কেন বলেছিলে তাহলে আমায় ভালবাসো?
কোথায় তোমার ভালবাসা?
সব মিথ্যে কথা, আমায় তুমি একটুও ভালবাসো না।
তাই তো ভাবছি আমি একাই ভেসে বেড়াবো ঐ নীল মেঘের ভেলায়।
আর তোমাকে ভ্যাংচি কেটে বলবো,
এখন আর তোমাকে প্রয়োজন হবে না।
আমি একাই চলতে পারি,
আমার নিজের মতো করে।