কত সহস্র ক্রোশ হেঁটেছি আমি,
কত মেঘ মল্লার মাঝখানে
ছুটেছি তোমার তরে।
কত নদী -নালা, খানা -খন্দ
পার করেছি আসতে তোমার কাছে।
তুমি বলেছিলে অপেক্ষা করবে,
আমি যত দেরিতেই আসি।
হিমালয় থেকে নীল নদ,
সব হেঁটেছি তোমার জন্য।
দেখেছি কত জীবন মরণ,
পথে প্রান্তরে ছুটেছি বহু,
তৃষ্ণার্ত মন, কেবলই চেয়েছে
দেখি তোমার মুখখানি।
শরৎ এসে বসন্ত ছুঁয়েছে,
তবুও পাইনি তোমার দেখা।
কোথায় বসে তুমি লুকিয়ে আছো
কোথা গেলে পাই তোমায়,
এক জীবন যে ফুরিয়ে এলো
তবুও কি থাকবে দূরে।
আমি যদি হারিয়ে যাই
তখন তুমি কি পারবে,
এতটা পথ পারি দিতে আমার তরে।
আমি চাই নি তুমি কষ্ট করো,
চেয়েছি শুধু তুমি থাকো আমার পাশে,
অনেক বেশি নয় অল্প করেই
নীরবে একটু থেকো ভালবেসে।
তাই তো আজও ছুটছি তোমার তরে,
শুধু অজানা কিছু নিছক গন্তব্যে।