আমার কাব্যিকতায়, তোমার হয় পদচারণ।
স্বপ্নিল উচ্ছলতায়, মিশে থাকো প্রতিটা ক্ষন।
ভাবনা হীন যগৎটা আমার,তুমি সবটা জুড়ে।
আমার নির্ঘুম রাতের আলোয়, আবছা পাই তোমায় দূরে।
বিষন্ন দিনের আকাশ, আমায় পিছু ডাকে।
জড়িয়ে থাকো তখন, যখন বাদল হয়ে ঝড়ে।
শিশির মাখা ঘাসে, তুমি কুড়িয়ে রাখ মায়া।
আমার ক্লান্ত দুপুর পথে, তুমি নির্মলতার ছায়া।
আমার ইট কাঠের নগরিতে, চাঁদ হয়ে জেগে থাকো।
আবার নিয়নের আলোতে, দূরে সরিয়ে রাখ।
ব্যস্ত বিকেল আমার, কাটে তোমার ছবি এঁকে।
আমার রঙিন রঙের ছটায়, হারাও ক্যানভাসেতে।
ধুলো ভরা পথে, দুরন্ত পথচলা।
চিঠি লিখেছি তোমায় নিয়ে, যাতে তুমিময় কথা বলা।
আমি হাসি খুঁজে বেড়াই, তোমায় মুঠো ভরে দিবো বলে।
আমার কাধের ঝুলিটাতে, অশ্রু শুধু খেলা করে।
কল্পনা জুড়ে তুমি, থাকো বাস্তবতায় ঘিরে।
আমার ভালবাসার চাদর, রয়েছে জড়িয়ে।
আকাশ জুড়ে তুমি, থাকো আমার বিশালতায়।
আমার স্বপ্ন বিশালতায়, শুধু তোমারই আনাগোনা।
তুমি থাকো হৃদয় মাঝে, যেমন থাকে সবুজ ঘাস।
আমার নিরব গোধুলি বেলায়, তুমিই মেঘের ভাজ।
কিছু কথা থাকে বুকে, যেমন আকাশ রয়েছে ছুঁয়ে।
তুমি থাকো আমার ভিতর, মেঘ থাকে যেমন করে।