জানি আবার হয়তো খবর পাবো
কোন এক শ্রাবণে,
যখন মেঘগুলো আস্তে আস্তে
জমতে থাকবে হৃদয়ের আকাশে।
বর্ষায় আবার দেখা হবে,
চাতকের মতো আজও বসে আছি
এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায়।
জীবনের স্বপ্নগুলো এক এক করে
ঝড়ে পরে গেছে ফাগুনের মতো।
বসন্তে অন্য কোকিলকে জায়গা ছেড়ে দিতে।
শরৎ এর সাদা মেঘের মতোই জীবন,
যে যেভাবে ইচ্ছে চাইলেই রঙ মাখাতে পারে।
কাল বৈশাখীর মতো স্মৃতিটা হঠাৎ করেই
মনে করিয়ে দিয়ে, ঝড় বইতে থাকে হৃদয়ে।
মুহূর্তেই তছনছ করে দিয়ে যায় পাঁজর জুড়ে।
কিছু ক্ষত নিয়েই ভোর হয় রাত।
কুয়াশা ঘেরা ভবিষ্যত নিয়েই
সামনে এগিয়ে যাওয়া।
জানা নেই কোন নির্দিষ্ট গন্তব্য।
আশাহীন পথ চলায় দিগন্ত কেবলই মরিচিকা,
কখনো দেখা যায় কখনো বা শুধুই ধোঁয়াশা।
কত ঋতু আসে কত ঋতু যায়,
কারও কারও জীবন এভাবেই
পথ হারিয়ে থমকে যায়।