অদ্ভুত মানুষের জীবন।
জীবনের কোন এক অচেনা বাঁক থেকেই,
জন্ম নেয় কিছু স্বপ্ন, কিছু আশা।
বাস্তবতা কখনো হয়তো স্বপ্ন গুলোকে,
শুকনো পাতার মতো ঝড়ে পরতে বাধ্য করে।
সময়ের সাথে হারিয়ে যায় আশা।
কিন্তু সত্যি চাওয়া কিছু স্বপ্নের রেশ,
থেকে যায় সব সময়।
হয়তো কখনও চলা হয় না একই পথে।
তবুও সেই হাতখানি আঁকড়ে রেখেই,
কিছু মানুষ কাটিয়ে দেয়,
জীবন নামক একটা সময়।
হয়তো আশাহত মানুষের সেটাই হয়,
একমাত্র বেঁচে থাকার অবলম্বন।