এক চিমটি সুখ এনে দিবে আমায় কেউ?
আমি সাদা ভাত আর একটু সুখ মেখে খাবো!
অনেক ইচ্ছে সুখ দিয়ে ভাত খাওয়ার।
অনেক দিন হলো তেমন খিদে পায় না,
তাই একটু সুখ দিয়ে ভাত খেতে চাই।
আমি দিঘীড়জলে আজ মাছ ধরতে যাবো।
বড় মাছ তেমন একটা খেতে ইচ্ছে করে না!
তাই ছোট ছোট টেংরা, পুঁটি আর খলসে ভাজা খাবো।
এই যা আমার ঘরে যে নুনটুকুও নেই,
মাছ ভাজবো কি করে?
এক চিমটি সুখ এনে দিবে আমায় কেউ,
আমি সুখের মধ্যে মাছগুলো ভেজে খাবো।
সবাই বলে এটা নাকি পৌষ মাস চলে,
কই আমার তো কোন শীত ই লাগে না।
খালি গায়ে কি দিন কি রাত এক রকমই তো লাগে।
মানুষ বলে পাগল নাকি শীত আর গরম এক বুঝি?
আমি বলি এক চিমটি সুখ এনে দিবে আমায় কেউ?
গায়ে জড়িয়ে দেখতাম কোনটা গরম আর কোনটা শীতের দিন!
আমি তো ভাই মানুষ নহে নাই ঘুম নাই খিদে!
আমার আবার পৌষ ফাগুনে শীত গরম আর লাগে কিসে?
বেশ তো আছি আমি, কারন নাম যে আমার গরীব।
এক চিমটি সুখ এনে দিবে আমায় কেউ?
আমি গরীব হয়েই বাঁচতাম।