শহরটা দিন কে দিন,
কেমন গোলকধাঁধায় রূপান্তর হচ্ছে।
ইট কাঠের এই অদ্ভুত শহর টাকে,
গিলে খাচ্ছে একটু একটু করে।
শহর টাকে মাঝে মধ্যে বড্ড স্বার্থপর মনে হয়,
আসলে যতটা স্বার্থপর,
তার চেয়ে বেশী বোকা মনে হয়।
চারিদিকে হাজার  মানুষের ভীড়েও,
প্রতিটা মানুষই কেমন একা।
যেন কেউ কাউকে দেখেনি কোন দিন!
বৃষ্টিস্নাত শহর টা বড্ড বেশী খামখেয়ালী মনে হয়,
বর্ষার কদম গুলো,
প্রেমিকার হাতের স্পর্শ ছাড়াই ঝড়ে পরে।
হুডতোলা রিক্সায়,
আজকাল আর জড়োসড়ো করে বসে থাকতে দেখা যায় না প্রেমিক যুগল দের,
তা আজ রঙ বেরঙের রেস্তোরায় জায়গা পেয়েছে।
কেন যেন আজকাল শহরের মানুষগুলো,
রস কস ছাড়া খুব হিসেবি মনে হয়।
যেন রঙ হীন সাদা ক্যানভাস,
মনে কোন রঙের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
হাজারও ব্যস্ততা আজ আপন মানুষ গুলোকে,
দূরে সরিয়ে দিচ্ছে অল্প অল্প করে।
যে যার মতো করে দিন কাটাচ্ছে,
কেউ জানে না কারও খবর।
শুধু বোকা শহর টাই দিনের পর দিন,
দাঁড়িয়ে থাকে একা,
রাত শেষে ভোর কে আলিঙ্গন করে।