আমি আর কতদিন থাকিব নীরব, এই বাংলার জমিনে?
এই বাংলার মানুষ হয়েও বেঁচে আছি ভয় নিয়ে!
আমি সাধারণ নাগরিক, নই তো অন্ধ বধির।
আমি সবই দেখি, সবই শুনি, তবু করিতে পারি না প্রতিবাদ।
আজ মুখোশ পরেছে মানুষ, রয়েছে মানুষের ভিড়ে অমানুষ।
আজ গরীবের মুখের আহার করছে, ভুঁড়ি বাজরা লুট।
আমি পারবো না জানি বলতে, কিছু নেই যে আমার ক্ষমতা।
আছে বিধাতার কাছে প্রশ্ন কিছু, কেন এই বর্বরতা?
আমি জন্মে ছিলাম স্বাধীন দেশে, দেখেছি লাল সবুজের পতাকা।
আজ সেই পতাকা ই দেখেছি হয়েছে, কারও পায়ের নিচে রাখা।
স্বার্থক আমার জীবন, জন্মেছি তোমার কোলে।
এই কথা আজ নিছক তামাশা, বলছি মাথা নিচু করে।
বুক ফুলিয়ে অনেক বড়াই, করছি যুদ্ধ নিয়ে।
সেই সুযোগে দেশটাকে আজ, বেচছি সুকৌশলে।
আমি স্বাধীন হয়েও পরাধীনতার, শিকল পরেছি পায়ে।
যা আজ ভবিষ্যতের কন্ঠগুলো, স্তব্ধ করছে এক এক করে।
আমি নির্বাক হয়ে দেখেছি, আমি কান পেতে চেয়ে শুনেছি,
দু'চোখ বেয়ে পরেছে অশ্রু, বলতে পারি নি কথা।
স্বাধীন দেশটা অল্প অল্প করে, হারাচ্ছে বহুদূর।
যেখান থেকে স্বাধীনতা ফিরিয়ে, দেয়া হবে না যে সুমধুর।