দীর্ঘশ্বাস আজ বদ্ধ ঘরে কাচের দেয়ালে বন্দী,
নীরবতা একলা ঘরে গুমরে কাঁদে একা।
স্বপ্ন ভাঙ্গা ভোর আর হয় না দেখা কারও সাথে,
নিয়ন আলো হালকা আভায় আমার সাথে জাগে।
স্পর্শ গুলো আজও তোমায় মনে করায়,
নিষ্ঠুরতা এখন আমায় থমকে থমকে পোড়ায়।
বিষন্ন মন খুঁজে ফিরে হারিয়ে যাওয়া গান,
যে গান আজ রেখেছে শুধুই বেদনায় অবদান।
ভাগ্য যেন মরীচিকা আমার জীবন সাঁজায়,
তোমাকে ঘিরে আমার আকাশ নীলবর্ণ ধারণ করে।
কিছু শব্দ সে যে ধীরে ধীরে কটূক্তি করে আমায়,
আমার বিষন্নতা উপহাস করে আমায় দেখে।
যে পথ গুলো একলা চলতে শেখায়,
স্মৃতিকথা হৃদয়ে কাটা হয়ে ফুটে বেড়ায়।
থমকে যাওয়া জীবন, হাসি ভুলেছে অনেক আগেই।
নোনা জল শুকচ্ছে অবলীলায়।
স্মৃতি নিয়ে আমার লিখা হাজার গল্প কবিতা,
যেথায় ছিলো তোমার ছোঁয়া প্রতিটা পাতায় পাতায়।
কাব্যিকতা আজ ভুলতে বসেছি একটু একটু,
যেদিন থেকে হয়েছি একা ভুলেছি স্মৃতি সাথে তোমাকেও।