আমি হারিয়ে যাওয়ার সময় খুঁজো না আমায়,
কেবল ই শুধু খুঁজে পাবে শুন্যতা।
অবাক হয়ে যাবে তুমি,
কি করেছো তুমি ভেবে।
অর্থহীন শব্দগুলো ভেসে বেড়াবে চারিদিকে,
কেন এমন উদাস হলে তুমি।
সারাটি বেলা ভাববে তোমার মন,
খুব কি আপনজনকে হারালাম।
নিশ্চুপ দিন কাটবে তোমার,
জ্বালাবে না কেউ তোমাকে।
খুব বিষন সুখে থাকবে তুমি,
কারন, কেউ যে থাকবে  না তোমার পাশে।
প্রতিটি মুহূর্তের সাথে ক্রমান্বয়ে বদলে গেছো তুমি,
একবারও কি মনে পরে
কি ছিল তোমার দেয়া কথা।
হয়তো হাসির আঁড়ালে লুকোবে একাকীত্ব,
আমি তো ঠিকই শুনবো,
তোমার গুমরে কাঁদার শব্দ।
হাহাকার করবে তুমি,
চাইবে ফেরাতে সবকিছু।
হয়তো খুব দেরিতে, কিংবা যখন আমি থাকব না তোমার হয়ে।
স্বপ্নগুলো তোমার ভিতর আশ্রয় নিবে,
শান্তির ঘুম ঘুমবে তুমি।
কখনোও জানতে চাইবে না,
বুঝেও বুঝবে না, ক্ষণিকের সুখে মিছেই বিভোর থাকার ব্যর্থ চেষ্টা করবে তুমি।
কারন, জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে তোমার।
পঁচতাবে তুমি, কারন হারিয়ে ফেলেছো যা ছিলো তোমার।
কষ্টগুলো জমতে থাকবে একটু একটু করে,
একসময় বুঝবে যখন আঁকার হবে মৌন পাহাড়ের মতো।
আকাশ কাঁপিয়ে যেমন মেঘ কাঁদে,
তেমনি কাঁদবে তুমিও।
কেউ মুছে দিবে না চোখ,
সেই হাতটি আজ বহু দূরের পথ দিয়েছে পাড়ি।
সরল দু'টো চোখ ভিজবে অবিরত,
হয়তো দেখবে না কখনোও কেউ ভিতরের রক্তক্ষরণ।
তুমি চাওনি কখনও বুঝতে আমার মন,
বুঝেও বুঝলেনা তুমি আমায়।
আজও রয়ে গেলো তোমার,
বেখেয়ালীপনা।