জানি হবো না জাতিশ্বর,
পাবো না ফিরে এ জীবন আর।
যদি পেতাম সুযোগ আর একটি বার,
তখনও শুধু চাইতাম তোমায়।
পুরোটা জীবন তো নীরবই ছিলাম,
হঠাৎ পেলাম তোমার দেখা।
অল্প ছোঁয়াতেই হারিয়েছি হৃদয়,
তাই তো শুধু চেয়েছি তোমাকে।
অপেক্ষায় চেয়ে থাকা আমার এ নয়ন,
তোমাকে দেখার পরে হয়েছে উচাটন।
অবেলায় শুধু পথের দিকে চেয়ে থাকে,
তবুও যেন দেখতে পায় তোমাকে।
হৃদয়ের মাঝে আঁকা মুখখানি,
কি করে সামনে খুঁজে পাবো না জানিতাম।
বিধাতা খুঁজে দিলো আমায়,
মন তো কেবল তোমার তরেই ছুটে যায়।
আষাঢ়ের বাদল ঘেরা আকাশের মতো,
মনটা মেঘে ভরে যায় বার বার।
এক পশলা বৃষ্টির মতো ভিজিয়ে দাওনা আমায়,
আমি যে শুধু তোমাতেই ভিজতে চাই।