মেধা আছে, বুদ্ধি আছে
সফলতা ক'জনের আছে |
স্বপ্ন জাগে মনের মধ্যে
জীবন যুদ্ধে জয়ী হলে,
সবকিছুর অবসান ঘটবে |
দিনের শুরুতে চেষ্টা শুরু
ছোট-বড় জীবন যুদ্ধে,
চেষ্টা করে বারে বারে
সফলতা আসবে বলে |
ব্যর্থ, ব্যর্থ আর ব্যর্থ
ব্যর্থতার পরে সফলতা ভেবে
চেষ্টা করে বারে বারে |
বার-বার ব্যর্থতায় যেন,
বাস্তব জ্ঞান অর্জন বাড়ায়
মেধার বিকাশ ঘটায়
"সফলতায়" চেষ্টার বিকল্প নাই |
সবাইতো চায় "জয়ী" ক'জন হয়!
"জয়ী" যে জন হয় সফলতা সে পায় |