যদি কখনও ভেবে নাও
আমায় ছেড়ে চলে যাবে
তবে কিছু উত্তর দিয়ে যাবে....!

যদি হারিয়ে যাও তবে....
কতটা আক্ষেপ করলে
তোমাকে পাওয়া যাবে?

যদি হারিয়ে যাও তবে....
ঠিক কতটা অনুশোচনার মাঝে
থাকবে তুমি?

যদি হারিয়ে যাও তবে....
কতটা অভিযোগের অনুতাপে
থাকবে তুমি?

যদি হারিয়ে যাও তবে....
আমার আর্তচিৎকার, আকুতির
মূল্য দিবে কিভাবে?

কত পরিমাণে,
অভিযোগের বৃষ্টি ঝরালে
তুমি আমার হবে?