আমি অমর হয়ে থাকবো
দিগন্তের গোধূলি হয়ে।
দক্ষিণা মৃদু বায়ুর স্নিগ্ধতায়
খুঁজে পাবে আমায়।
আমি বেঁচে থাকবো
তৃণভোজী দূর্বার তৃণ হয়ে।
সকালের দূর্বার ডগায় লেগে থাকা
শিশির বিন্দু রূপে, আমায় দেখতে পাবে।
আমি চির মায়া হয়ে থাকবো
মমতাময়ী জননীর আঁচলে।
বাঙালি মায়ের অশেষ কান্নায়,
আমায় দেখতে পাবে।
আমি থাকবো বটবৃক্ষ হয়ে
এই পৃথিবীর মাঠে ঘাটে।
একে বেঁকে চলা নদীর তীরে
আরো থাকবো, মাঝির নৌকা হয়ে।
আমি চির লাশহীন হয়ে,
বেচেঁ থাকবো নিপীড়িত চিৎকারে
সংগ্রামের বলিষ্ঠ স্লোগানের ভূমিকায়।
আমি থাকবো চির অলয় অন্তরালে
প্রেমিক প্রেমিকার সেতু বন্ধনে।
প্রেমিকের অশ্রুসিক্ত নয়নে
আমায় দেখতে পাবে।