বাংলার ঘন সবুজের বুকে
দিগন্ত হতে বেয়ে আসা বায়ুর পরশে,
নীল ঢেউ যেন সবুজের বুকে
ভোরের পবিত্র শিশির জলে
ভিজে করেছ তুমি স্নান |
মিতালী নিশিতে অতুলনীয়া
তুমিই তো নীল অপরাজিতা |
তোমার ঘন নীল এ দরিয়া যেন
এক সুবিশাল আকাশের সমান |
প্রজাপতির নীল ডানা ঝরে যায়
তোমার উত্তপ্ত শিখা ঝরা রূপে |
সীমাহীন পথকে খণ্ডিত করে
দু'নয়ন ভরে দেখেছে তোমায় এ কবি,
সুন্দরের মাঝেই তো সৌন্দর্য
যদিও স্বল্প সময়ের তরে |
তোমার সৌন্দর্য!
নিষিক্ত হয়ে ঝড়ে পড়বে
সময়ের শক্ত বাঁধন হতে,
তবে নিজের রুপে ধন্য তুমি
থাকবে পবিত্র পুজোর বেদিতে |