ভোরের সূর্যের ইশারায়
মৃদু হাওয়ার পরে পঙ্খীরাজে চেপে
আমি উড়াল দিলাম আনমনে |

সমস্ত দুঃখ কষ্ট পিছনে ফেলে
উড়তে, উড়তে আমি পৌঁছেছিলাম
তোমার সুবিশাল নিরালায়ে |

ততক্ষণে সেখানে এসেছিল অসংখ্য
নেপোলিয়ন, রয়েছে পদাঘাত চিহ্ন
ধূসর ডানায় মুখটি লুকিয়ে ফিরে গেছে |

হয়তো আমিও ফিরে যাব,
অমাবস্যার ঘোর অন্ধকার পথ ধরে |