আমার কথার সুর হবে
লিখব গান কবিতা ছড়া।

আমার পথের আলো হবে
দূর করে দিব যত আধার কালো।

আমার মনের ভাব্না হবে
দুঃখ বেদনা দেব ভুলিয়ে।

আমার আকাশে চাঁদ হবে
হারাতে দিবনা মেঘের ভীড়ে।

আমার বাগানে ফুল হবে
পরিচর্যা করতে যাব নাকো ভুলে।

আমার সপ্নের রাণী হবে
রাখবো তোমায় সন্মানে আদরে।

আমার সত্য ভালোবাসা হবে
রবে চিরদিন রবে
ভালোবাসার ডোরে।

আমার হবে তুমি
আমার হবে
দিন রাত যপি তরে।