বড়ই মনে পরছে
প্রান কাঁদছে
ইচ্ছে করছে
একবার যেতে তোমার কাছে।
কত দিন দেখিনা সে মুখ
হারিয়েছে মনের সুখ।
মনে পরে বড়ই মনে পরে
শীতে তোমার হাতের পিঠা
রাত জেগে শীত পেরিয়ে
এত কষ্ট করা।
মনে পরে বড়ই মনে পরে
তোমার স্নেহ-ভালোবাসা
রাত দুপুর এক করে
আমায় বড় করা।
মনে পরে বড়ই মনে পরে
তোমার জেগে থাকা
গভীর রাতে ঘরে ফিরে
তোমায় দেয়া ব্যাথা।
মনে পরে বড়ই মনে পরে
তোমার ক্ষুধার্ত থাকা
খাইনি বলে রেখেছ ফাঁকা
তোমার হাতের থালা।
মনে পরে বড়ই মনে পরে
তোমায় বিরক্ত করা
যখন-তখন ডেকেছি তোমায়
দিয়েছ তুমি সাড়া।
মনে পরে বড়ই মনে পরে
তোমার হাতের ছোঁয়া
অসুখে-বিসুখে কাতরিয়েছি
তুমি হয়েছ ছায়া।
মনে পরে বড়ই মনে পরে
কেমনে থাকি তোমায় ছাড়া
যায়না যে দেখা।
মনে পরে বড়ই মনে পরে
ঘরে-বাইরে আকাশে-বাতাসে
শুধু তোমার ছায়া।
মনে পরে বড়ই মনে পরে
মা
তোমায় বড়ই মনে পড়ছে।