এইতো আমি চোখ বুঁজেই তোমাকে দেখতে পাই
অথই সমুদ্রের বেসামাল ঢেউ সামলে নিতে পারি
তোমার দু'চোখে চেয়ে ।
মেয়ে তুমি ভাগ্যবতি খুব ডুব দিয়ে এমন প্রেমে
কবিতার ফুল আজ তোমার চুলে গাঁথা
আমার আঙুলে তোমার অক্ষর
তোমার হৃদয় আমার কবিতার খাতা ।