অনেক দিনের স্বপ্ন আমার
একটি ছড়া ভাই
লিখব আমি হৃদয় দিয়ে
মজার হওয়া চাই
পড়বে সবাই হাসবে সবাই
লাগবে দাঁতে খিল
ছোট বড় বেবাক লোকের
হয় যেন খুশ দিল!
ছড়ার খোঁজে ঘুম আসে না
একলা জেগে রই
হেথায় গেলাম সেথায় গেলাম
ছড়ার দেখা কই?
করোনার এ আপদ কালে
জীবন রেখে বাজি
চড়া দামে ছড়া কিছু
কিনতে হলাম রাজি!
তবুও সে আশায় আমার
পড়ল গুড়ে বালি
গ্রাম শহরে রাস্তা ফাঁকা
ছড়ার বিতান খালি!
ছড়ার তরে ধরা এখন
করছি যে জ্ঞান সরা!
আজকে না হোক কালকে হবে
কাটবে ছড়ার খরা
আর পারি না মাফ কর ভাই
হয়েছি হয়রান
অভিযানে দিলাম ইতি
এই ধরিলাম কান!!