ছড়া লেখা হয় না আমার
ওঠে বিষম হাঁচি
ধুত্তুরি ছাই! ছড়া লেখা
মারছি বসে মাছি!!
ছড়া আমার পেটে আছে
আসে না ভাই হাতে
কলম আমার পিছলে গিয়ে
লাগল এসে দাঁতে!
ছড়া লেখা ছেড়ে এবার
দাঁতের সেবায় ব্রত!
ছড়া লেখা না হলে আর
ওজর দেব কত?!
(ছড়ার কড়া গুঁতো খেয়ে
হলাম এবার নতঃ)
ছড়া ছড়া করে আমার
উঠল লাটে পড়া
পরীক্ষাটা এসেই গেল
খাব আমি ধরা!
মূল্যায়নের খাতায় যদি
দেখেন স্যারে ছড়া
নম্বর কি দেবেন আমায়?
নামবে পাসে খরা!
ছড়ার তরে এবার যদি
খাই রে ও ভাই ফেল
স্যারের কান মলার সাথে
মাখবে পিঠে তেল!
দাদা দাদীর বকুনি আর
বন্ধুদের ভৎর্সনা
শুনতে হবে বলবে বাবা
"তুই আমার বৎস না"!
এত কিছুর পরেও যদি
ছড়া নাহি ছাড়ে
এই কপালে আছে বুঝি
লড়াই মহিষ-ষাড়ে!!
সবার কাছে চাই যে দুআ
ছড়ার ছাড়া-ছাড়ি
না হয় যেন কোন কাজে
এমন বাড়াবাড়ি!!!
(ছড়ার বড়া খাওয়া যাদের
হলো না ভাই আজও
নাই কাজ তো আমার মত
বসে ছড়া ভাজো..
বসে বসে আমার মত
ছড়া ঘষো- মাঁজো...)