তন্ন তন্ন করে
হন্য হয়ে খুজে ফিরি
ছন্ন ছাড়া কবিতাগুলি ।
বন্য পশুর মত
পণ্য নারীর মত
হৃদয়ের ক্ষত যত
বেছে বেছে তুলে রাখি
ছন্ন ছাড়া কবিতাগুলি
তারই জন্য কেবলি!
শরতের পাতলা মেঘ
বুকের ঘন আবেগ
বাতাসে কাঁপে নারকেলের
চিরল পাতাগুলি
বলাকার ঝাঁক,ওড়ে নির্বাক
ছন্ন ছাড়া কবিতাগুলি
নিরাপদ শিকারির গুলি!
শুকায়েছে ভিটেয় জলা
মাছরাঙা তাই একেলা
বসে আছে ক্ষিধে ভুলি
ছন্ন ছাড়া কবিতাগুলি
তন্ন তন্ন করে
হন্য হয়ে খুজে ফিরি..