সবগুলো কবিতা মনে নেই ঠিক
কিছু তার আজো জেগে আছে..
চোখ থেকে গেঁথে যাওয়া মনের মলাটে
তার কিছু ছবি এখনো আঁকা আছে;
যতদূর চোখ গেছে দেখেছি সবুজ
ধানের ক্ষেত,পানের বরজ,আর
মাঝে মাঝে ঘাস ভরা বাংলার মাঠ
চরছে গরু, ভেড়া,বকরি তাতে
রাখাল ছেলেরা কাছেই খেলছে
ডাংগুলি, কেউবা ওড়াইতেছে ঘুড়ি।
দেখেছি লাঠি ভর করে পুটুলি হাতে
যাচ্ছে এক প্রাচীন বুড়ি,কোন মেঠো পথে
পিছনে এক কুকুর ছানা লেজ নাড়ে আর
শুঁকছে তার পা;
উদোম গায়ের বালকেরা আনন্দে
লাফ দেয় বিলের জলে রাস্তার
এক সাঁকো থেকে;
কলমির ফুল ছিড়ে নিচ্ছে মাথায়
এক কিশোরী; কাউকে দেখেছি
এক মনে বসে আছে বরশী ফেলে
জলার ধারে।
আরো কত কবিতা দেখেছি আমি
রূপ তার অতুলনীয় বাংলার পথে মাঠে
ঘাটে; সে সব ভাবলে আমি
ফিরে যাই জীবনান্দের পাঠে...