আজ তারারা শুষে নিক আকাশে
যত মেঘ মেলেছে পেখম
দিগন্তরেখা ধরে ধরে শুধু জোৎস্নারা
আসুক এবেলা বাধাহীন পৃথিবীর
নিরক্ষ রেখা জুড়ে,অথবা বিষুব
ক্রান্তীয় কি মধ্যমার খাড়া রাতের
দুপুরে।
আজ আসুমদ্র-হিমাচল কেবলি খেলিবে
সুখ কবিতার পয়ার প্রিয়ার বক্ষ জুড়ে
আজ অভয় তৃপ্তির সাতার কাটিবে মূক
প্রেমান্ধ এক মাতাল যে কতকাল
বঞ্চিত অনুমোদনহীন ছিল এক অবৈধ
নিষেধাজ্ঞার।
আজ কেবলি ছলাৎছলাৎ নদী ঢেউ
ভাঙার,পাড় ভাঙার অনুমতি পত্র
গেঁথে নিয়ে কলমে তাহার লিখিবে
অধরে চিবুকে নাভিকূপ বরাবর;
আজ বেধে রাখো কিছুক্ষণ কোলাহল
নিঃশব্দ হোক ঝিঁঝিঁ পোকার বিলাসী
চিৎকার কলরব, শুধু থাক আকাশে
সমুদ্রে নীরব শীৎকার ধ্বনি অধরে
অধরে জড়া জড়ি ধানক্ষেতে ইদুরের
রেষারেষি নাকে নাক ঘষাঘষি
তারপর রাত শেষে ঝরুক শিশির
জল উষ্ণ বাতাস শীতল হলে
ধীরে ধীরে ঘুমাক ক্লান্তি এলে
রাতের বিহঙ্গ জুটি আজ।