ভেবেছিলুম,
আজকের কবিতায় লিখব
প্রেমানন্দের কথা
আনন্দের সর্বোচ্চ চূড়ায়
নিয়ে যাব তোমাদের আজ
এ কথা ভাবতে ভাবতেই জব্দ
আর স্তব্ধ হয়ে গেল
আমার কবিতা!
কবিতার শিরোনাম পুড়ে গেল,
পাল্টে গেল, কবিতার
সাজানো শব্দগুলো, বদলে গেল
নাসিম প্লাজার থরে থরে
সাজানো পোঁড়া মৃতদেহে!
আর কত রানা প্লাজা, তাজরিন,
নাসিম প্লাজা আমার কবিতার
আদরের শব্দ, বর্ণগুলো
ছিনিয়ে নেবে? অকাল মৃত্যুর দিকে?
কতবার?আমাদের কবিতার শিরোনাম
পুঁড়িয়ে দেবে বল?
আমার নিস্তব্ধ
কলমের নিবে
আজ কোন কবিতা নেই
ভাষাহীন,শব্দহীন শোঁক
এখন আমার বুকে