বিশ বছরের পুরনো মরচে ধরা প্রেম
ক্ষয়ে গেছে সম্পর্কের পেরেক
ঝুরঝুরে হয়ে গেছে বন্ধন বেড়ী।
হৃদয়ের কবিতাগুলো শব্দহীন শব
শিরোনাম মুছে গেছে আর অবয়ব
তাও পঁচে যাবে ধীরে ধীরে কলরব
থেমে যাবে আর আবৃত্তির স্বর।
তুমি আছ তবুও নেই
চারিদিকে জনমানবহীন নীরবতা
নিকষ্ অন্ধকারে ছেয়ে গেছে মুখ
তোমার অস্পষ্ট চোঁখ ভ্রুযুগল
আবছা ঘোলাটে দৃষ্টিপথ
যতদূর চোখ যায় তোমার
ফিরে আসার নিরেট সম্ভাবনা
দেখিনা কোথাও!