বিস্তীর্ণ মরু
যেখানে রুক্ষ কবিতার শব্দের মতো
ছড়িয়ে ছিটিয়ে আছে বালি
শুনেছি
একদিন সেখানে অনেক পাথর ছিলো
দিনের আগুন আর রাতের বরফ বাতাস
তাদের ক্রমে ক্রমে আঘাতে আঘাতে
ভেঙে করেছে খান খান
এমনি মরুর আখ্যান...
সেখানে যাযাবর মানুষের অতৃপ্ত হৃদয়
চেয়েছিলো সবুজ জল আর কিছু ফুল
বরফের কুচি মাখা এক মরুদ্যান কূল
অবশেষে পেয়েছিলো তারা
যে ফুলের সুবাস- ডিঙিয়ে সাগর-
মহাসাগর- আগরের ধোঁয়ার মতন
সমস্ত পৃথিবীতে পৌছে গেলো
সেই সাম্যবাদ
সবুজ শান্তির সেই মরুবাদ!!