রাজার নীতি নাকি নীতির রাজা
কোনটি চলে জানে না প্রজা
পেট ভরে ভাত চাই শুধু তার
সেটাই জানে সোজা ।

রাজার মতন রাজা
পেলে পুঁটি মাছ ভাঁজা
বিড়াল যেমন হয় খুশি
প্রজার রক্ত প্রতিটা অক্ত
তাইতে তাদের খোঁজা ।

প্রতিদিন বাড়ে জীবনের কর
প্রতিদিন বাড়ে দাম
প্রতিবার বাড়ে বেতন ভাতা
যাদের রাজ দরবারে নাম!
বাড়ে না শুধু তাদের মজুরি
দাম কমাতে নাই রে জুড়ি
কৃষক মজুর ঘাম!!