আটপৌরে জীবনে
প্রেমের এক প্রহর
আমাকে কতখানি বদলে যে দেয়
তোমার আঁচলে গাঁথা মায়াবি রুমাল
আমার হাতে নীল সে সমুদ্রের
গর্জন ফেনায় একাকার হৃদয়ে জমা সুখ
শেষ ঢেউয়ে মিলিয়ে নেয়
তোমার চোখ আমার পোড়া মাটি প্রেম
তোমার জন্যেই আঁকলেম
যে এক ফালি আকাশ কেটে নেওয়া চাঁদ
বিলীন হয়ে পড়ে থাক
একগুচছ জ্যোৎস্নার স্বাদ ভুলতে পারব না আমি
আমাকে বেঁধে রেখো তোমার ঠোঁটের আঙিনার কাছে
যেখানে রুপালী রোদ নেমে এসে বহুদিন দেখেছি
তোমার প্রেমের এক প্রহর উপভোগ করেছি আমি ...


(সংক্ষিপ্ত প্রকাশ)


[শ্রদ্ধেয় বন্ধুবর সহকর্মী সহযোদ্ধা ভাই
মেহেদী হাসানকে উৎসর্গকৃত........]