অতীত গিয়েছি ভুলে মরচে পড়া সে সব স্মৃতি
ম্যাগনেটিক টেপের মত তবু জমা হয়ে আছে
হয়ত অবদমিত অাধানবিহীন নিউরন কোষের
কোন ফাঁক ফোঁকরে।
হয়ত ঝাঁকে ঝাঁকে একদিন ফাল্গুনের হাওয়ায় মিশে
ধেয়ে আসবে বিস্মৃতীর উড়ন্ত মৃত কোষ
তোমার খসে পড়া চোঁখের পাঁপড়ি মাথার চুল
ঠোঁটের শুষ্ক মৃত কোষকলা।
নয়তো তোমার বিশ বছর আগের ঝরে পড়া
কোন এক সু-স্রাব্য হাসির অবশিষ্ট ইথারের কম্পন
বেজে উঠবে কারো সুবেদি কর্ণকুহরে,আর নয়তো
পুরনো আর কবেকার মৃত সব কবিতারা
মিছিলে মিছিলে
শ্লোাগানে শ্লোগানে ভরিয়ে তুলবে আমার
শোকাতুর ফেব্রুয়ারী।
ধীর পায়ে আমি আবার চলে যাব অতীতে
তেমার অশ্রুর ছন্দের ভিতর আস্তে আস্তে
হয়ত ভারি হয়ে উঠবে কাছের আকাশ আর
বর্ণিল বেদনার বসন্ত বন্দনায় অামার বর্তমান।