আজ কবিতার পান্ডুলিপি আমার শকুনের ঠোঁটে
আমার মুক্ত ছন্দ শাসন করিছে বিকৃত রুচির বেহায়ার দল
আমার কবিতা পড়েছে আজ স্বৈরাচারের ক্ষুব্ধ নজরে
আমার কলম নজরবন্দী নেকরে দলের হিংস্র থাবায়।
আমার পাখির ডানা কাটে স্বাধীনতার আইন ছলে
আমার মনে দেয় সীমানা সার্বভৌমত্বের কথা বলে
আমার কবিতা বন্দী আজ বিজয়ের বিষম শৃংখলে........