প্রিয়
একটি রাত থেকে যাও
আমারি ঘরে আমারি অন্তরে
কয়েকটি কুমুদিনী ফোঁটাও
কিছু জোৎস্না রেখে যাও
তোমারি ছোঁয়া এঁকে দাও
এই ঘরে মনের মন্দিরে।

তোমারি মুখখানা
ভালকরে দেখতে দাও
হৃদয়ের কুঠুরিতে তোমার ছবির
কল্পনা গেঁথে নিতে দাও গোলাপের মত
তোমার সুগন্ধি তনুর ঘ্রাণ নিতে দাও।