আগুনে পোঁড়া শব্দ আমার
কবিতার কালো অক্ষরে
চিক চিক করে বুকের ভিতর
রক্ত নালীর চক্করে।
ভাবনা আমার জ্বলছে চোখে
অশ্রু জলের টক্করে
শত্রু আমার নিধন হোক
ধ্বংস তাদের লক্ষরে।
আর কতবার হেরে যাব
জিতে যাবার মক্করে
আর যেন না পড়িরে ভাই
খাউর নেতার খপ্পরে।