ইঁদুরে কাটা ছেঁড়া ডায়েরির পাতা
পুরনো কিছু মরচেপড়া কবিতা
ভাঙা সুটকেস থেকে ঝুল ঝেড়ে ঝেড়ে
মুছে মুছে তুলে রাখি ডিজিটাল প্যাডে।
বুকের তলায় হেলায় পড়ে থাকা
ধুলোমাখা কিছু কাব্য ভাবনা
যত্ন করে তুলে রাখি ভবিষ্যত
কবিতার বীজাগারে আমি।
তেল চিটচিটে ছ্যাঁদলা পড়া
পুরনো ভাব-কল্প চিত্রগুলি
কেমন আদরে আমারে যেন
কাছে টানিছে কেবলি।