আমার আগুন আমার চোঁখের জল
জ্বলছে ভিনদেশী বন্দুকের নল
অনল আমার রক্তের ছোবল;
আমার বোনের ভাঙা নাকফুল
আমার মায়ের অশ্রু অতুল
আমার ভাইয়ের, বাবার নির্ভুল
আত্বত্যাগ সকল.....
আমার কবিতার বিজয় গান
আমার ছন্দের নিরভিমান
স্বাধীনতার সম্বল!!!
আমাদের ডিসেম্বর জিবনভর
আমাদের আনন্দ সমস্বর
আমাদের উচ্ছাস আর
সাহস শক্তি ও বল।