আবার দেখা হবে হয়তো সেদিন তুমি আর একা নও
তোমার হাতের ভিতর আর কারো হাত ধরা রবে...
আবার দেখা হবে কোন একদিন পার্কে কি বিনোদন স্পটে
হয়তো তোমার হাতে কাঁটার মতো সেই হাত গেঁথে রবে...
আবার কথা হবে হয়তো কোনদিন কোন এক রাস্তার মোড়ে
শুধু সেই দিন তোমার হাত নিয়েছে অন্য কেউ দখল করে..
আবার কবিতারা জেগে উঠবেই তোমায় দেখে কোন এক ভোঁরে
আর্ত কবিতারা জানবে বেদখলি হাত অন্য কেউ আছে আজ ধরে...