এক ফালি আকাশ মেঘের শাড়ি খসে বেরিয়ে পড়েছে
বেখেয়ালি নারীর পৃষ্ঠদেশের মতো
বাতাসে উড়ছে যুবতী ফুলের গন্ধ আর ঊরুদেশে
আমার ঘষছে কার যেন নিতম্ব!
আসলে তোমার অভাব আজ প্রকট হয়ে চোখে
দেখছি সবুজ চালতার স্তন
দু' হাতে ছুঁয়েছি বুকের উত্তল ছুঁয়েছি খেয়ালে
স্পর্শকাতর কাঁশ বন।
অবশেষে চলে গেছি তোমারি অবতলে স্বপ্নে
শুনেছি যে শিৎকার
ঘুম ঘোরে বুকে-পিঠে কামড়ে দিয়েছি কাকে
করছে সে চিৎকার!
এক ফালি চাঁদ জোৎস্না মাখা হাসি মনে পড়ে
তোমার ঐ মুখ
এক জোড়া ঠোট পেলব কপোল মনে পড়ে
গন্ডদেশ,চিবুক!
চুলের গন্ধ নাকে পাগলের মতো আমাকে
দিয়েছিল সুখ।