আকাশের দরজা খুলে উঁকি দেই অচেনা নক্ষত্রের দিকে
এখনো আসেনি তবু যার আলো আসছে ছুটে জন্ম থেকে
কতদূরে চলে গেলে মানুষ ভুলতে পারে ফিরিবার পথ
কতদূরে গেলে আর পড়িবে মনে তার অতীত শপথ।
আমি বলি মনে হয় মানুষের আজ বড় হামবড়া ভাব
আমি দেখি মানুষের ভেতরে আজ মনুষ্যত্বের অভাব
আমি বুঝি কিভাবে লালসারা আজকে ধরেছে ঘিরে
আমি জানি অমানুষ যারা কখনও আসেনা ফিরে।
পৃথিবীর বুক চিরে মনে হয় ঢুকে যাই আমি লজ্জায়
যখন হাটতে দেখি মানুষেরা রাস্তায় ফুল সজ্জায়!
যখন ছিঁড়তে দেখি নিষ্পাপ ফুল ঐ পাপিদের হাতে
যখন নষ্ট হয় পবিত্র হৃদয় কোন পাষাণ রাতে।