আজকে কাঁদছে কবিতার শব্দগুলি
কালো কালো অক্ষরগুলি
কবির নিথর দেহের পাশে
কবির মৃত আঙুলের কাছে।

শাপলা শালুকেরা নড়ছে দূরে
আর হাহাকারে কাঁদছে কেবলি
জুঁই চামেলি বেলি আর
ঝরিছে শিউলি কবিতার কান্তারে।

ঝরিছে মেঘেরা কবির দেশে
এলোমেলো আকাশের কেশে
কবির পায়ের কাছে এসে,শোকে
জোৎস্নারাও নিভে গেছে শেষে।

আজকে শব্দের বধ
আজকে কবিতার মদ
কবির হৃদয় জগৎ
একাকার হয়ে
শরতের সাথে গেছে মিশে।