সংকুচিত হয়ে আসছে সময়ের গ্রীবা
কর্ণকুহরে বাঁজছে একটানা সাইরেন
সমাপ্তির সতর্ক সংকেত।
আমি নির্বাক তবু ভাবনারা নিথর
চলছে কবিতায় দীর্ঘ পয়ারের চাল
পাল ছেঁড়া নৌকো মুক্ত ছন্দে
যাচ্ছে ভাটির দিকে।
অন্ধকারে পথ হামাগুড়ি খায়
দু'হাতে সরাই কাঁটা ও কংকর
ব্যাথাতুর চোখ হয়েছে ফিকে।
সময়ের শপথ অসময়ে আজ
কপালে ধরেছে চিন্তার ভাঁজ
হেরে যাওয়া তবু অনভিপ্রেত।