একবার ভাবি তোমার পৃথিবী থেকে চলে যাব দূরে
যেখানে বিশ্রাম ক্লান্তিহীন অসীমের ছায়াপথ ধরে
হাস্নাহেনার গন্ধ মুছে ঘন অন্ধকার শুঁকে শুঁকে
পথ নেব খুঁজে।
দু'চোখ বুঁজে তোমার মুখচ্ছবি ভাঁজ করে করে
অনাদিকালের বুক পকেটের ভেতর রেখে দেব
আলগোছে গুঁজে।
আমি বিস্মৃতির মহাশূন্যে যদি দেই পাড়ি
হালকা হয়ে ওঠে বুকে জমে থাকা ভারী
তোমার দেয়া পাথর চাঁপা প্রেমের মুক্তি
যাব আমি বুঝে!
দুমড়ে যাওয়া আকাশ নিভাঁজ মেঘের কাছে
হাতজোড় করে বলবে ক্ষমা করো সই,
আমরা তো আজ কেউ কারো নই!