অামার অাবোল তাবোল তোমার কবিতা হয়ে ওঠে
অামার হেয়ালিপনা তোমার কাছে কাব্য হয়ে ফোঁটে;
অামার খেলাচ্ছলে বিচ্ছিরি সব শব্দের চাল
তোমার মনে হয় অাবেগী অার ভাবনা উতাল;
অামার ফেলনা কিছু ভাবনার ডাল পালা
তোমার কাছে হয়ে ওঠে রূপক কথামালা;
অাশ্চর্য্য তোমার ভাবনার মহাবিস্তার সই
অাসলে তুমিই কবি, অামি তো কবি নই;
তোমার ভিতর যে কবি থাকে, জাঁগাও তাকে
সই, মিছে ভেবনা অামার ভিতর কবিতা থাকে!