পৃথিবীর সব স্বাদ সব অাহ্লাদ শেষ হলে
চলে যাব রঙ মুছে অাঁধারের কোলে
তখনও জল ছুঁয়ে সুখ পাবে রোজ
ঝুঁকে থাকা অাকাশ সমুদ্রের পাড়ে।
ঝিরি ঝিরি বাতাসেরা দোল দিবে
তখনও রক্ত করবীর ফুলে,
নদীর কুলু কুলু পাখির কিচিরমিচির
জোস্না ভেজা রাত যাব কিরে ভুলে?
তোমার চেনা মুখ ঝাঁপসা কি হবে?
দখিন দুয়ার খুলে তুমি বসে রবে
অামার কবিতার খাতা তোমার হাতে
অথচ অামি নেই, মরে গেছি কবে!